পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
গেল কয়েক বছরের লোকসান গুনতে গুনতে কৃষকের পাটের হতাশা কাটিয়ে এবারে হাসির ঝিলিক লক্ষ্য করা যাচ্ছে কৃষকদের মাঝে। এবারে পাবনার চাটমোহরসহ আশপাশের উপজেলাগুলোতে একদিকে পাটের বাম্পার ফলন অন্যদিকে দাম বেশ ভাল। এত কৃষকদের মলিন মুখে হাসি ফুটেছে। এরই মধ্যে পাবনার চাটমোহরসহ আশপাশের উপজেলাগুলোতে পাট কাটতে ও ধুতে কৃষকেরা চরম ব্যস্ত হয়ে পড়েছেন। বাজারে নতুন পাটও উঠতে শুরু করেছে। চারদিকে যেন সবুজের সমারোহ। মাঠে মাঠে পাট কাটা, জাগ দেয়া ও শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চাটমোহর উপজেলায় এবারে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৩শ’ ৯৫ হেক্টর জমিতে। উৎপাদন আশা করা হয়েছে ৫৯ হাজার ৩শ’ ৭৫ বেল পাট। এর মধ্যে দেশী জাতের পাটের উৎপাদন হবে ৬০ হেক্টর, তোষা ৫ হাজার ২৮৫ হেক্টর, মেস্তা ৫০ হেক্টর জমিতে। তবে আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে এবারে বেশি আবাদ ও উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছেন। সরকার পাটের বস্তা ও পাটজাত দ্রব্যের ব্যবহারের উপর জোর দেবার কারণে এবারে পাটের দাম বেশ বাল। বর্তমানে বাজারে পাটের দাম ১৮শ’ টাকা হতে ২ হাজার টাকা মণ দরে (৪০ কেজি) কেনাবেচা চলছে। এই দাম না পড়লে আগামীতেও পাটের আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।