Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি ও সীমান্ত ইস্যু প্রাধান্য পাবে

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সাখাওয়াত হোসেন বাদশা : আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় অনেক সমস্যাকে সামনে রেখে চার দিনের সফরে ভারত যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশজুড়ে জঙ্গি আতঙ্ক, জঙ্গি হামলা, সন্ত্রাস, দু’দেশের সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা, সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত, সীমান্ত পিলার স্থাপনে বিএসএফ’র বাধা, সীমান্তবর্তী বাংলাদেশ ভুখ-ের কিছু অংশে প্রবেশের ক্ষেত্রে বিএসএফ’র বাধা, মুহুরি নদীর সীমানা ম্যাপে স্বাক্ষর, মাদকপাচার প্রতিরোধ, নারী ও শিশুপাচার বন্ধ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে তার সফরকালে।
আজ (বুধবার) সকাল ১০টায় তিনি দিল্লীর উদ্দেশে ঢাকা ছাড়বেন। আগামী ৩০ জুলাই তিনি দেশে ফিরবেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, স্বরাষ্ট্রমন্ত্রী তার সফরকালে ২৭ জুলাই ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা তার কাছে পৌঁছে দেবেন। পরদিন ২৮ জুলাই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর করবেন। এদিনই তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়াও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ইউনিয়ন স্বরাষ্ট্র সচিব রাজির মেহেরিশ্রী। এ ছাড়াও ভারতীয় প্রতিনিধি দলে সেদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালকরা ভারতীয় প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সফরসঙ্গী হয়ে দিল্লী যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক খান, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, কোস্ট গার্ডের প্রধান রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রকিবুর রহমান প্রমুখ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় বাংলাদেশে জঙ্গিদের উত্থান, গুলশানে জঙ্গি হামলা, শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলা, কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ার বিষয়টি প্রাধান্য পাবে। বৈঠকে বাংলাদেশে জঙ্গি মোকাবেলায় ভারতের করণীয় ও দু’দেশের সীমান্ত নিরাপত্তার বিষয়টি উভয় দেশ উত্থাপন করবে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আলোচনার মূল এজেন্ডা হবে সন্ত্রাসের বিরুদ্ধে দুই প্রতিবেশির মধ্যে পারস্পরিক সহযোগিতা।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, বিশেষত নিরাপত্তা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি প্রাধান্য দিয়েই আমরা আলোচনায় বসবো। এ প্রসঙ্গে তিনি জানান, কেননা উভয় দেশই সন্ত্রাস ও জঙ্গিবাদের হুমকির মধ্যে রয়েছে। বাংলাদেশে আইএস রয়েছে এমন কোন অভিযোগ ভারত উত্থাপন করলে আপনাদের অবস্থান কী হবে? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএস বলে কিছু নেই। এসব ঘটনা ঘটাচ্ছে স্থানীয় জঙ্গি সংগঠন।
দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-ত্রিপুরা সেক্টরের মেইন পিলারে (পিলার নং-১৬৬৩ থেকে ১৯৬৪/২৩এস) পর্যন্ত ৪০ দশমিক ৪৩ একর ভূমিতে বিএসএফ’র বাধার কারণে বাংলাদেশের কৃষকরা চাষাবাদ না করতে পারার বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে যে, স্থলসীমান্ত চুক্তি ১৯৭৪ এবং ২০১১ সালের প্রটোকলের আওতায় উভয় দেশের প্লেনিপোটেনশিয়ারীগণ কর্তৃক স্ট্রিপম্যাপ স্বাক্ষরের আলোকে বাংলাদেশ-ত্রিপুরা সেক্টরে একমাত্র চন্দননগর ব্যতীত আর কোন অপদখলীয় ভূমি না থাকায় উল্লেখিত এলাকায় বাংলাদেশের কৃষকদের দখল বজায় রাখা এবং ভারতের পক্ষ থেকে নতুন কোন অপদখল যাতে সৃষ্টি করতে না পারে- এ বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত।
এছাড়াও সীমান্ত এলাকায় মাঝে মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার বিষয়টিও জোরালোভাবে উত্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। বৈঠকে দু’দেশে আকটকৃত সন্ত্রাসী বিনিময় বিষয় নিয়ে আলোচনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের কারাগারে বাংলাদেশের বেশ কয়েকজন সন্ত্রাসী আটক রয়েছে। বাংলাদেশ সরকার তাদের ফেরত চাইবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালের ডিসেম্বর ও ২০১৩ সালের জানুয়ারি মাসে দুই দেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি ও সীমান্ত ইস্যু প্রাধান্য পাবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ