Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে জঙ্গি হামলা : মেনন

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতেই সন্ত্রাসীগোষ্ঠী বিভিন্ন স্থানে জঙ্গি হামলা করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে চায় সাম্রাজ্যবাদী শক্তি। মৌলবাদী শক্তিকে তারাই মদদ দিচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২ আগস্ট বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং ৬ আগস্ট প্রতিটি জেলা শহরে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সমাবেশ করবে ওয়ার্কার্স পার্টি। তাছাড়া ১৪ দল ঘোষিত জঙ্গিবাদবিরোধী সব কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টি অংশ নেবে বলে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে জঙ্গি হামলা : মেনন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ