পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ব্যবসায়িক প্রতিষ্ঠান আমান গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান আমান কটন ফাইবার্স লিমিটেড-এর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে রোড শো-এর এক জাঁকজমক অনুষ্ঠান সম্প্রতি লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। বাজারে পণ্যের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে কোম্পানি সম্প্রসারণ করতেই পুঁজিবাজারে আসছে এই কোম্পানি।
উল্লেখ্য, আমান গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান আমান ফিড লিমিটেড ইতিমধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। গ্রুপ আমান কটন ফাইব্রাস লিমিটেডকে আইপিওতে আনতে ইস্যু মানেজারের দায়িত্বে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ইস্যু রেজিস্টারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। অনুষ্ঠানটি এক অনাড়ম্বন নৈশভোজের মাধ্যমে শেষ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।