Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপত্তিকর দৃশ্য অপসারণে লিগাল নোটিশ

ওয়েব সিরিজি ‘বুমেরাং’ এবং ‘আগস্ট-১৪’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১২:০০ এএম

ওয়েব সিরিজ ‘বুমেরাং’ এবং ‘আগস্ট-১৪’ এ আপত্তিকর, অশ্লীল দৃশ্য অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। নোটিস প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত এই দুই ওয়েব সিরিজ থেকে আলোচ্য দৃশ্য সরিয়ে না ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। এছাড়া এসব ওয়েব সিরিজ প্রদর্শনের কেন নীতিমালা তৈরি করা হবে না, তা আগামী ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

গতকাল রোববার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ ই-মেইলে এ নোটিশ পাঠান। নোটিশে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান, পরিচালক, আইজিপি এবং সিআইডি’র মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে। নোটিশে বলা হয়, উপযুক্ত পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ না থাকায় দেশিয় সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য দিন দিন বেড়েই চলেছে এবং সেসব দৃশ্য জনসম্মুখে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে ভিডিও প্রোভাইডারদের অন্যতম প্ল্যাটফরম বিং এবং ইউটিউবে ওয়েব সিরিজ ‘বুমেরাং’ এবং ‘আগস্ট ১৪’-এ আপত্তিকর দৃশ্য দেখা গেছে। এমনকি এসব ওয়েব সিরিজে সিগারেট কিংবা অ্যালকোহলের দৃশ্য পরিবেশনের সময় কোনো ধরনের সতর্কতামূলক বার্তাও প্রচার করা হয়নি। তাই এসব ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮’র স্পষ্ট লঙ্ঘন। যা আমাদের দেশের সংস্কৃতি এবং সামাজিক নিয়ম শৃঙ্খলার জন্যও হুমকি স্বরূপ।

উল্লেখ্য, আদনান ফারুক হিল্লোল ও নাজিয়া হক অর্ষা অভিনীত ওয়েব সিরিজের নাম ‘বুমেরাং’। মুক্তি পেয়েছে ঈদে। গত ২৭ মে অনলাইনে মুক্তি পেয়েছে ‘সত্য ঘটনা অবলম্বনে’ শিহাব শাহীন পরিচালিত ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আপত্তিকর-দৃশ্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ