Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পাওয়ার পর ধর্ম প্রতিমন্ত্রীর দাফন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১১:০১ এএম | আপডেট : ১১:০৫ এএম, ১৪ জুন, ২০২০

হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তবে তার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা পরীক্ষার ফলাফল আসলে তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে নিশ্চিত করেছেন। ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর পর দাফনের বিষয়ে তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রীর করোনাভাইরাসের নমুনা নেয়া হয়েছে। বেলা ১১টায় রিপোর্ট আসবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, রাত ১১টা ৪৫ মিনিটে সিএমএইচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ম প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ