Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেট আবাসন শিল্পবান্ধব ও জনকল্যাণমুখী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১২:০১ এএম

আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীন (কাজল) বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আবাসন শিল্প বাজেট হয়েছে। বাজেটে আবাসন শিল্পে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ায় আমি ব্যক্তিগতভাবে পুরো আবাসন শিল্প পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রস্তাবিত বাজেট সম্পর্কে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ায় আগামী দিনগুলোতে আবাসন শিল্পে ব্যাপক বিনিয়োগ আসবে। বিদেশে অর্থপাচারের প্রবণতা কমে আসবে এবং দেশের টাকা দেশেই থাকবে। ব্যাপক কর্মসংস্থান হবে এবং দেশের অর্থনীতি চাঙ্গা হবে। তিনি বলেন, সামগ্রিকভাবে এবারের বাজেটকে জনবান্ধব বাজেট বলা যায়। কারণ এবারের বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে, করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ অনেক পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটকে আমি জনকল্যাণমুখী বাজেট হিসেবে আখ্যায়িত করতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাসন-শিল্পবান্ধব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ