Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনপ্রশাসন খাতে বরাদ্দ বাড়ছে কম শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০০ এএম

বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে জনপ্রশাসন খাতে। আর সবচেয়ে কম বরাদ্দ শিল্প ও অর্থনৈতিক সার্ভিস খাতে। জনপ্রশাসন খাতে মোট বাজেটের ১৯ দশমিক ৯ ভাগ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়নে খাতে ৭ দশমিক ০ ভাগ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪ দশমিক ৭ ভাগ এবং গৃহায়ন খাতে ১ দশমিক ২ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। বাজেটের বরাদ্দগুলো বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। ২০২০-২১ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটে দেখা যায়, সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসন খাতে। এখাতের জন্য মোট বাজেটের ১৯ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এবারে সব চেয়ে কম বরাদ্দ শিল্প ও অর্থনৈতিক সার্ভিস খাতে ০ দশমিক ৭ ভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ