Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সোনালী ব্যাংক-ইউনিভার্সেল হাসপাতাল চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ৬:০৫ পিএম

সোনালী ব্যাংক লিমিটেডের সকল পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদসদের স্বাস্থ্যসেবা সুরক্ষার আওতায় এবং কর্পোরেট স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ইউনিভার্সেল হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেড ও রাজধানীর মহাখালির ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়েল হাসপাতাল, মহাখালি) এর মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যসেবাচুক্তি সম্পন্ন হয়। চুক্তির আওতায় সোনালী ব্যাংক লিমিটেড এর সকল পর্যায়ের নির্বাহী কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ চিকিৎসাসহ সকল প্রকার চিকিৎসা সেবা পাবেন। সোনালী ব্যাংকের সিইও এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. আশীষ কুমার চক্রবর্তী চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবর্তী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তি স্বাক্ষর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ