পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলী মৃত্যুদ-ের রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের শুনানির জন্য একমাস সময় পেয়েছেন। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন। শুনানির প্রস্তুতির জন্য আসামিপক্ষ দু’মাস সময় চেয়ে আবেদন করে। আদালতে আসামিপক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ১৯ জুন মৃত্যুদ- পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করেন মীর কাসেম। রিভিউ আবেদনে মীর কাসেমের খালাস চাওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ রিভিউ শুনানির তারিখ ধার্য চেয়ে আপিল বিভাগে আবেদন করে। ২১ জুনের আদেশে আপিল বিভাগের চেম্বার আদালত ২৫ জুলাই রিভিউ শুনানির তারিখ ধার্য করে বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সেই অনুযায়ী গতকাল বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় আসে। গত ৮ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদ- বহাল রাখেন আপিল বিভাগ। ২০১৪ সালের ২ নভেম্বর তাকে মৃত্যুদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে তিনি আপিল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।