Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেএসসি ও জেডিসি পরীক্ষা নিতে প্রাথমিক ও গণশিক্ষাকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল (সোমবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে এই পরীক্ষা অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ২০১৬ সালের জেএসসি এবং জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও একটি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে। এ অবস্থায় চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠানে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। শিক্ষা সচিবের সভাপতিত্বে গত ১৯ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই পরীক্ষা পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করার প্রস্তাব করা হয়। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও মনিটরিং কেন্দ্রীয় কমিটির সভায় গত ১৮ মে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রমের বিষয়াদি এখনো হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়নি। গত ১৭ জুলাই সচিবালয়ে এক সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এবার জেএসসি-জেডিসি পরীক্ষার মূল দায়িত্বে থাকবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএসসি ও জেডিসি পরীক্ষা নিতে প্রাথমিক ও গণশিক্ষাকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ