Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র : সন্তানদের প্রতি নজর দিন

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট-মোবাইল অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারলেও বিপথে নেয় না এ কথা বলা দুষ্কর। কারণ ফেসবুক বা মোবাইলের মাধ্যমে অজানা-অচেনা তরুণ-তরুণী কত কাছাকাছি বা আপন হয়ে যায় এবং পরবর্তী সময়ে এতে অনেক পরিবারে বিপদ নেমে আসে। রাজধানীসহ সারাদেশে সাইবার অপরাধীদের দৌরাত্ম্যে নারী নির্যাতন শুধু নয়, তালাক বা ডিভোর্সের ঘটনা বেড়েছে। ফেসবুকে অশ্লীল ভাষায় চ্যাট করা, ই-মেইলে হুমকি ও প্রতারণা করা, বিভিন্ন সময় আজেবাজে লেখা পাঠানো, মিথ্যা কমেন্টস করার মাধ্যমে সহজেই ছেলেমেয়েরা চিটারদের খপ্পরে পড়ছে। এছাড়া মোবাইল ফোনে মিস-কল দিয়ে বিরক্ত করা, অপরিচিত নম্বরে ফোন করে প্রেমের অভিনয় করা, আজেবাজে মেসেজ পাঠানোসহ নানাভাবে উত্ত্যক্ত করা হচ্ছে আজকাল। এভাবে অনেকেই আজ অপরাধের পথে ধাবিত হচ্ছে। এতে পিতামাতা ও অভিভাবকরা উদ্বিগ্ন। তাই আসুন সন্তানদের একটু সময় দিতে চেষ্টা করি। ছেলেমেয়েরা রাতের বেলা ঠিকমতো ঘুমাতে যায় কি না বা তাদের ঘুম ঠিক হয় কি না বা ঘুম ঠিকমতো না হলে অন্যের পরামর্শে তারা ঘুমের ট্যাবলেট বা নেশা জাতীয় কিছুতে আসক্ত হচ্ছে কি না সে দিকে লক্ষ রাখার কোন বিকল্প নেই। মোট কথা, ছেলেমেয়েরা যেন বিপথে না যায় এবং তাদের দুঃখ-কষ্টের প্রতি সহানুভূতি প্রকাশ করে সবকিছু শেয়ার করতে হবে। তাদের বন্ধু হওয়ার মধ্য দিয়ে শাসন করুন, যে শাসন হবে মধুর ও চমৎকার।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাঠ চাই
স্কুল, কলেজ, মাদ্রাসা- এসব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবশ্যই থাকা উচিত খেলার মাঠ। ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহর, জেলা, উপজেলা শহরে এবং গ্রামাঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রয়েছে খেলার মাঠ, পুকুর, বাগান, শহীদ মিনার ইত্যাদি। কিন্তু ঢাকার কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে ক্যাডেট মাদ্রাসা, সাধারণ মাদ্রাসা এবং বিশেষ করে ঢাকার আবাসিক এলাকায় গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নেই তিল পরিমাণ জায়গা। অথচ এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য সংশ্লিষ্ট বিভাগ অনুমোদন দিয়েছে বলেও অভিযোগ রয়েছে। অথচ খেলার মাঠ বা অ্যাসেম্বলি মাঠ নেই বলে ঐসব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম থাকা উচিত নয় বলে আমরা মনে করি। উল্লেখ্য, আমার স্কুলজীবন কেটেছে পিরোজপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে- সেখানে ছিল বিশাল মাঠ, ফুল ও ফলের বাগান, পুকুর যা এখনও আছে। বিদ্যালয়ের সামনে মাঠ থাকবে আর সেখানে অবসরে ও ছুটির সময়ে ছাত্ররা খেলাধুলা করবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন আছে। বিষয়টির প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিঠিপত্র : সন্তানদের প্রতি নজর দিন
আরও পড়ুন