Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি আজ

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদনের বিষয়ে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। ২১ জুন চেম্বার আদালত শুনানির জন্য এই দিন ধার্য করেন। আপিল বিভাগের আজকের কার্যতালিকায় রিভিউ আবেদনটি ৬৩ নম্বরে রয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই কার্যতালিকা প্রকাশিত হয়। এদিকে রিভিউয়ের শুনানিতে প্রস্তুতির জন্য দুই মাসের সময় চেয়ে আবেদন করেছে আসামিপক্ষ। ১৯ জুন মৃত্যুদ- পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করেন মীর কাসেম আলী। রিভিউ আবেদনে মীর কাসেমের খালাস চাওয়া হয়। আসামিপক্ষের রিভিউ আবেদনের পর রাষ্ট্রপক্ষ শুনানির তারিখ ধার্য চেয়ে আপিল বিভাগে আবেদন করে। ৮ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদ- বহাল রাখেন আপিল বিভাগ। ২০১৪ সালের ২ নভেম্বর তাকে মৃত্যুদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ