পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আড়াইহাজার উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আনোয়ার হোসেন খাঁন (৩৯) নামে এক ব্যবসায়ির হাত ও পায়ের রগ কেটে দিয়েছে পাভেল (২৮) নামে এক সন্ত্রাসী। রোববার সকাল ১১টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী ঋষেরচর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের গোÑখাদ্যের ব্যবসায়ী আনোয়ার হোসেন খাঁন সকাল ১০টার দিকে দেড় লাখ টাকা নিয়ে ব্যবসার কাজে ঢাকা যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় পুর্ব আক্রোশের জের ধরে একই গ্রামের মৃত হেকিম ভূঁইয়ার ছেলে সন্ত্রাসী পাভেল ৩/৪ জন সহযেগিসহ তাকে ধারালো অস্ত্র নিয়ে ঘরের ভিতরে ঢুকে আক্রমণ করে। প্রাণ ভয়ে আনোয়ার দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পাভেল উঠানের মধ্যে ফেলে তাকে এলোপাতারী ভাবে ধারালো ছেনি দিয়ে কোপায় এবং তার সঙ্গে থাকা নগদ দেড় লাখ টাকা লুটে নেয়। আনোয়ারের ডান পায়ের এবং বাম হাতের একাধিক রগ কেটে গিয়ে গুরুতর আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর বিধায় ঢামেক এ প্রেরণ করেন। এ ব্যাপারে আনোয়ারের ভাই সাফায়েত খান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।