Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোলদিয়া পানি শোধনাগারে কাজ দ্রুত এগিয়ে চলছে

পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনা ভাইরাসকালে পদ্মা (যশোলদিয়া) পানি শোধনাগারে কর্মরত দেশি-বিদেশি কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জে ঢাকা ওয়াসার নির্মাণাধীন এ প্রকল্প এলাকা পরিদর্শন করে করোনা ভাইরাস সংকটে কর্মরত প্রকৌশলী এবং কর্মকর্তা-কর্মচারীদের খোঁজ-খবর নেন। তিনি বলেন, করোনার মধ্যে যে ভাবে কাজ হচ্ছে আমার মনে হয় তা দ্রুত শেষ হবে।
দৈনিক ৪৫ কোটি লিটার পানি পরিশোধন ক্ষমতা সম্পন্ন প্ল্যান্টটিতে ২৫ জন চীনা বিশেষজ্ঞসহ ১২৫ জন দেশি-বিদেশি কর্মকর্তা-কর্মচারী গত প্রায় তিনমাস ধরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন বলে জানায় স্থানীয় সরকার বিভাগ। এসময় মন্ত্রী পানি শোধনাগারটি পায়ে হেঁটে ঘুওে দেখেছেন বলে জানান স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান।
ঢাকা শহরের ক্রমবর্ধমান খাবার পানির চাহিদা মেটানোর জন্য পদ্মা নদীর উৎস থেকে পানি সরবরাহের লক্ষ্যে ৩ হাজার ৬৭০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের স্বাস্থ্যেও খোঁজ-খবর নেন এবং এ সংকটকালীন কাজ অব্যাহত রাখায় তাদের ভূয়সী প্রশংসা করেন বলে জানা গেছে।
তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশে করোনা ভাইরাস মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সারা দেশের সাধারণ মানুষের ন্যায় এখানে কর্মরত সবার স্বাস্থ্য নিরাপত্তায় সব সময় বিশেষ নজর রাখবে সরকার।
এসময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ. খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানি-শোধনাগার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ