Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নৌ বিধি ভঙ্গের জন্য জরিমানা করা হচ্ছে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০১ এএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনগণের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। নৌযানের যাত্রী, মালিক এবং শ্রমিকদের স্বাস্থ্য ও নৌ বিধি মেনে চলার জন্য মোবাইল কোর্ট যথাযথ তদারকি করছে। নৌ বিধি ভঙ্গের জন্য জরিমানাও করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় (মাওয়া) লঞ্চ, স্পিডবোট ও ফেরিঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মার্চ থেকেই যাত্রীদের সচেতন করতে বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসি ও নৌপরিবহন অধিদফতর কাজ করছে। স্বাস্থ্যবিধি মেনে নৌযান চলাচলে বিআইডব্লিউটিএ, র‌্যাব, কোস্টগার্ড, নৌপুলিশ কাজ করছে। তিনি বলেন, করোনার এমন অবস্থায় বাংলাদেশ বিশ্ব প্রস্তুত ছিল না। সবকিছু নিয়ন্ত্রণ করে করোনা সংক্রমণ ব্যাধি দূর করতে পারব। এ সময় বিআইডব্লিউিটএ ও চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌ-বিধি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ