Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃহস্পতিবার ছিল বিশ্বের সবচেয়ে গরম দিন!

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তাপমাত্রা ৫৪ ডিগ্রি। কী, শুনেই কেমন হাঁসফাঁস লাগছে? গত বৃহস্পতিবার এতটাই রেকর্ড গরম পড়েছিল কুয়েতে। গত ৬০ বছরের মধ্যে এটাই নাকি বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন। ১৯১৩ সালে লিবিয়ায় তাপমাত্রা ছিল ৫৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও আবহাওয়াবিদরা বলছেন, ১৯১৩-এর যে রেকর্ডের কথা বলা হয় সেটার স্বীকৃতি নিয়ে প্রশ্নচিহ্ন আছে। সেক্ষেত্রে কুয়েতের ৫৪ ডিগ্রি গরমটাই বিশ্বের উষ্ণতম দিন হয়ে থাকার কথা। ক’দিন ধরেই কুয়েতের তাপমাত্রা ৪৭ থেকে ৪৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল। সেখান থেকে গত বৃহস্পতিবার পারদ গিয়ে পৌঁছয় ৫৩.৯ ডিগ্রি সেলসিয়াস (১২৯ ডিগ্রি ফারেনহাইট)। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইরাকের রাজধানী বাগদাদের তাপমাত্রা ৫১ ডিগ্রির কিছু বেশি। সূত্র : জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃহস্পতিবার ছিল বিশ্বের সবচেয়ে গরম দিন!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ