Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে -আইজিপি

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, এই দেশের মানুষ জঙ্গিবাদকে ঘৃণা করে। তার দৃষ্টান্ত আশুলিয়া ঘটনায় নিহত এক জঙ্গির জানাজা। ওই জানাজায় ইমাম ছাড়া কোন মানুষ অংশগ্রহণ করেনি। তিনি বলেন, জঙ্গিবাদে কোন শান্তি নেই। এই দেশের মুসলিমরা জঙ্গিবাদকে ঘৃনা করে। জঙ্গিবাদ কোনভাবেই কল্যাণ বয়ে অনতে পারেনা।
রোববার ২৪ জুলাই দুপুরে কক্সবাজার সাগরপাড়ের তারকামানের হোটেল কক্স-টুডে’র সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি দেশে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা প্রসঙ্গে তিনি আরও বলেন, জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক আন্দোলনে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অনুরোধ করেন।
তিনি বলেন, জঙ্গিবাদে কোন শান্তি নেই। জঙ্গিবাদ কোনভাবেই পরিবার, সমাজ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারেনা। আসুন সবাই জঙ্গিবাদ প্রতিরোধে একসঙ্গে কাজ করি। এ সময় তিনি মসজিদ-মন্দিরে জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালানোর আহবান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।
কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ স¤পাদক ও জেলা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি সদস্য সচিব মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহম্মদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহজাহান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও সমকালের স্টাফ রিপোর্টার আবু তাহের চৌধুরী, জেলা হোটেল মোটেল ঐক্য জোটের সাধারণ স¤পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, কক্সবাজার পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী ও জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে -আইজিপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ