Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ সমাবেশ

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের সংশোধিত সেট-আপ (জনবল কাঠামো) এবং সাশ্রয় নীতিমালা বাতিলের দাবিতে গতকাল সুগার মিলের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা। মিলের সিবিএ সভাপতি আব্দুর রব-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল শ্রমিক ও কর্মচারী ফেডরেশনের সাবেক সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সিবিএ সহ-সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ওমর আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাবেক সভাপতি খায়রুল বাসার ভাদু, নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কাওসার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সংশোধিত সেট-আপ ও সাশ্রয় নীতিমালার নামে শ্রমিক-কর্মচারী স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এ সিদ্ধান্ত বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ সমাবেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ