পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জঙ্গি হামলায় সরাসরি কারা জড়িত তাদের তথ্য সরকারের হাতে রয়েছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত জঙ্গিবাদবিষয়ক এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। মন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, জঙ্গি হামলার সঙ্গে বিএনপি-জামায়াত সরাসরি জড়িত এ তথ্য আমাদের কাছে রয়েছে। তা অচিরেই জাতির সামনে উত্থাপন করা হবে। ইতোমধ্যে হামলার সব তথ্য আমাদের হাতে এসেছে। এজন্য নিশ্চিতভাবে আমরা বলতে পারি, সব একই সূত্রে গাঁথা।
সভায় সংগঠনের সভাপতি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।