Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামকে এক নিষ্ঠুর ধর্ম হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র চলছে সুফীজ

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

জঙ্গি প্রতিরোধে পীর আলেমগণকে ভূমিকা রাখতে হবে
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক সূফী ঐক্য সংহতি (সূফীজ)’র উদ্যোগে বৈশ্বিক আতঙ্ক জঙ্গিবাদ: ভূলুণ্ঠিত ধর্ম ও মানবতা শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। এতে সূফীজের চেয়ারম্যান শাহ্্ সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী (মাজিআ) বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামে সন্ত্রাস জঙ্গিবাদের স্থান নেই। যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত তারা কখনো ইসলামের অনুসারী হতে পারে না। জঙ্গিরা ইসলামকে দুনিয়ার সামনে এক নিষ্ঠুর ধর্ম হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র করছে। জঙ্গিদের প্রতিরোধে আলেম-ওলামা, পীর-মাশায়েখকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, জঙ্গিবাদ আধিপত্যবাদীদের রাজনৈতিক ও প্রভুত্ব কায়েমের হাতিয়ার। জঙ্গিবাদ নির্মূলে প্রতিহিংসা সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন, নটরডেম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. বেনজামিন ডিকাস্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়–য়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, গণতান্ত্রিক পার্টির সভাপতি নূরুর রহমান সেলিম, কর্নেল (অব.) আশ্রাফ আল দীন, আন্্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভা-ারীয়ার সাধারণ সম্পাদক মো: আলমগীর খাঁন মাইজভা-ারী, সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এরশাদুল ইসলাম চৌধুরী, সহ-সম্পাদক মো. মামুন খান, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাসুদ হোসাইন আল-কাদেরী, কুমিল্লা ঘীলাতলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতী বাকী বিল্লাহ আল-আযহারী, কাজী মো: শহীদুল্লাহসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জঙ্গিবাদের কারণে দেশে-দেশে হাজার হাজার নিরীহ নিরাপরাধ মানুষের প্রাণহানি ঘটছে। জঙ্গিবাদ কখনো সমাজ দেশ-জাতি, ধর্ম ও বিশ্বে বিভাজন ছাড়া কল্যাণ বয়ে আনতে পারে না। বক্তারা আরও বলেন জঙ্গি ও সন্ত্রাসী হামলার কারণে সামাজিক সম্প্রীতি, সংস্কৃতি ও দেশের অর্থনীতি হুমকির সম্মুখীন। চরমভাবে ভূলুন্ঠিত মানবতা। এটা দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত। দেশে গুপ্তহত্যা, জঙ্গি ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে জাতিয় ঐক্যের বিকল্প নেই। গোলটেবিল বৈঠকের আগে প্রেসক্লাবের সামনে সূফীজ’র চেয়ারম্যান হযরত শাহ্্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী’র নেতৃত্বে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামকে এক নিষ্ঠুর ধর্ম হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র চলছে সুফীজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ