পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
আজ মঙ্গলবার এক শোক বাণীতে তিনি বলেন, ঢাকার ঐতিহ্যবাহী সানবিমস স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে অধ্যক্ষ নিলুফার মঞ্জুর দেশে আধুনিক শিক্ষার প্রসার এবং শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনে অনবদ্য অবদান রেখে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের অনেক শিক্ষার্থী দেশে বিদেশে যোগ্যতার সাথে কাজ করছে এবং বাংলাদেশের সুনাম ও ইমেজ বৃদ্ধি করে চলেছে। শিল্পমন্ত্রী জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ বিনির্মাণে অধ্যক্ষ মঞ্জুরের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
শিল্পমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আজ মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় পরিবেশ মন্ত্রী জানান, নিলুফার মঞ্জুর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষা বিস্তারে তাঁর অবদান দেশ ও জাতি কৃতজ্ঞতাভরে স্মরণ করবে।
উল্লেখ্য, অধ্যক্ষ নিলুফার মঞ্জুর আজ (২৬ মে) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।