পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সোমবার (২৫ মে) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্যরা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন ফিরোজায় নেতাদের যাওয়ার কথা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময়পর্ব অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ইনকিলাবকে বলেন, ‘আমরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাডামের (বেগম খালেদা জিয়া) সঙ্গে দেখা করতে যাবো। স্বাস্থ্য বিধি মেনে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করবো।’
বিএনপি চেয়ারপার্সন ২৫ মার্চ থেকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান। এরপর থেকে করোনা সংক্রমণ পরিস্থিতিতে বাধ্য হয়েই বেগম জিয়া নিরাপদ দূরত্ব বজায় রাখছেন। বলতে গেলে মুক্তির পর গত দুই মাস ফিরোজায় কোয়ারেন্টিনেই কেটেছে তার। কারাগার থেকে মুক্তি পেয়েও করোনার কারণে নেতাকর্মীদের সাথে নিয়ে এবার ঈদ উদযাপন করতে পারছেন না। আর তাই নেতাকর্মীরাও তাদের প্রাণপ্রিয় নেত্রীকে কাছ থেকে এক নজর দেখে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারছে না। তাদের অপেক্ষার প্রহর আরো দীর্ঘ হচ্ছে ।
জানা গেছে, পরিবারের সদস্যদের সাথে ঈদুল ফিতর উদযাপন করছেন বিএনপি প্রধান। ভাইবোন তাদের পরিবারের সবাই কাছে থাকলেও দূরে রয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, বৌ, ছোট ছেলের বৌ ও নাতনীরা। তবে ঈদের দিন স্কাইপিতে শুভেচ্ছা বিনিময়ে সবাই এক সাথে মিলিত হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।