Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিন্দুরপুরে এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখা

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে সম্প্রতি ফেনীর সিন্দুরপুরে এনআরবি গ্লোবাল ব্যাংকের ২৮তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. গোলাম সারওয়ার এবং আর কিউ এম ফোরকান, দাগনভূইঁয়া উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূইঁয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী, শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরে অতিথিবৃন্দ সিন্দুরপুর শাখার সাথে স্থাপিত এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিন্দুরপুরে এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ