Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটের সোনালি দিন ফিরে আসার সম্ভাবনা

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় পাটের সোনালি দিন ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। পাটচাষিরা তাদের রোপণকৃত পাট কাটতে শুরু করেছে। অনেক কৃষক কাটা পাট খাল-বিল, নদী-নালায় জাগ দিচ্ছে। অনেক কৃষক পাট উত্তোলন করে বাজারে বিক্রি করতে শুরু করেছেন। বর্তমান বাজারে প্রতি মণ পাট দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকরা দাবি করেছেন তারা যেন তিন হাজার টাকা দরে পাট বাজারে বিক্রি করতে পারেন। পাট বাংলাদেশের একটি অর্থকরী ফসল। এক সময় পঞ্চগড় জেলাসহ উত্তরাঞ্চলে প্রচুর পাট চাষ হতো। কিন্তু গত কয়েক বছর থেকে পাট চাষ কমে গেছে। চলতি মৌসুম পাট চাষ বৃদ্ধি পেয়েছে। উপজেলা পাটচাষিদের সাথে কথা বললে তারা জানান, পাট চাষ কমে যাওয়ার কারণ বাজারে পাটের মূল্য কম থাকা। কৃষকরা যে পরিমাণ অর্থ ব্যয় ও পরিশ্রম করে ফসল উৎপাদন করেন সে পরিমাণ তারা লাভবান হতে পারেন না। কোনো কোনো বছর বর্ষা মৌসুমে প্রচুর খরার কারণে কৃষকের পাট জমিতে শুকিয়ে নষ্ট হয়ে যায়। এতে কৃষকরা প্রচুর লোকসানে পড়েন। বর্ষা মৌসুম চললেও বৃষ্টি ও পানির দেখা নেই। মাঠ-ঘাট, খাল-বিল সব শুকিয়ে যায়। কোথাও পাট জাগ দেয়ার জায়গা থাকে না। এতে পাটচাষিরা জমি থেকে পাট কাটতে পারেন না। অপরদিকে পাটের আঁশ শক্ত হওয়ায় প্রচ- রোদে পাট নষ্ট হয়ে যায়। অপরদিকে কৃষকরা পাটের ন্যায্য মূল্য না পেয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন বলে অনেক পাটচাষি জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩০০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ১৫০০ হেক্টর। এতে আগের চেয়ে পাট চাষ বৃদ্ধি পেয়েছে ২ হেক্টর। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো: আল মামনু-অর-রশিদ জানান, চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়ার প্রতিকূল পরিবেশ থাকায় কৃষকরা তাদের উৎপাদিত পাট সঠিক সময়ে উত্তোলন করতে পারছেন। চলতি মৌসুমে ঠিকমতো বৃষ্টির পানি থাকায় পাটচাষিদের পাট জাগ দিতে কোনো সমস্যা নেই বলে তিনি জানান। এ বিষয়ে উপজেলা পাঠ অধিদপ্তরে উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জানা যায়, তারা উপজেলার এক হাজার পাটচাষিকে উন্নত জাতের পাটের বীজ বিনামূল্যে বিতরণ করেন এবং সেই সাথে আদর্শ পাটচাষিদের পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য প্রশিক্ষণ প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাটের সোনালি দিন ফিরে আসার সম্ভাবনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ