Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ডিএসইতে গত সপ্তাহে ১৯৩টি কোম্পানির দর কমেছে

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : গত সপ্তাহের লেনদেনে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯ শতাংশ বা ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এ সময়ে ডিএসইতে ৩২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫ শতাংশ বা ১১৪টি’র ও অপরিবর্তিত রয়েছে ৭ শতাংশ বা ২২টি’র।
ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫৩ দশমিক ৭৮ পয়েন্টে। এছাড়া গত সপ্তাহে ডিএসই-৩০ সূচক ০ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে ও ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৪৯ পয়েন্ট কমেছে। গত সপ্তাহের ৬ কার্যদিবসে ডিএসইতে ২ হাজার ৩৯৩ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেনের পরিমাণ ৩৯৮ কোটি ৯৯ লাখ টাকার। মোট লেনদেনের ৮৮ দশমিক ৫৭ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ০ দশমিক ৯০ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ১০ দশমিক ০৪ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০ দশমিক ৪৮ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে।
গত সপ্তাহের লেনদেনে ডিএসই’র মূল্য-আয় (পিই) অনুপাত বেড়েছে ০ দশমিক ০৭ পয়েন্ট বা সপ্তাহের শুরুতে পিই ছিল ১৪ দশমিক ৮২, যা বর্তমানে রয়েছে ১৪ দশমিক ৮৯ পয়েন্টে। এ সময়ে বাজার মূলধন বেড়েছে ০ দশমিক ৪৬ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসই’র বাজার মূলধন ছিল ৩ লাখ ১৯ হাজার ৮১২ কোটি টাকা। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ২৮৪ কোটি টাকায়।
গত সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএসআরএম লিমিটেডের শেয়ার। এ সময়ে কোম্পানির ১১৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪ দশমিক ৮৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা একমি ল্যাবরেটরিজের লেনদেন হয়েছে ১১৪ কোটি ৭৫ লাখ টাকা, যা সপ্তাহের মোট লেনদেনের ৪ দশমিক ৭৯ শতাংশ। ১০৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে-ডেল্টা ব্র্যাক হাউজিং, শাহজিবাজার পাওয়ার, এজেএল বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন।
গত সপ্তাহে ব্যাংক খাতে ২ দশমিক ৫৩ শতাংশ, প্রকৌশল খাতে ১ দশমিক ৮১ শতাংশ, জ্বালানি-বিদ্যৎ খাতে দশমিক ৩৪ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৭০ শতাংশ, ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে দশমিক ৫৪ শতাংশ, কাগজ খাতে ২ দশমিক ৯ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৮০ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ৪ দশমিক ৩ শতাংশ ও টেক্সটাইল খাতে দশমিক ৬৭ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে, সিমেন্ট খাতে দশমিক ৯৩ শতাংশ, সিরামিক খাতে ৩ দশমিক ৪৫ শতাংশ, খাদ্য খাতে ২ দশমিক ৪৩ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ৫২ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৪৪ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৬১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ৭৫ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে দশমিক ৯৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ২ দশমিক ৬ শতাংশ এবং ভ্রমণ-অবকাশ খাতে ৩ দশমিক ৬৯ শতাংশ দর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের সবচেয়ে বেশি দর বেড়েছে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারের। এ সময় কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩০ দশমিক ৭২ শতাংশ। সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানির এ দর বেড়েছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে গড়ে প্রতিদিন রেনউইক যজ্ঞেশ্বরের ২৫ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং-এর ১৭ দশমিক ৩৪ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১৪ দশমিক ৯১ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ১২ দশমিক ৩৭ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ১১ দশমিক ৫৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১১ দশমিক ০৯ শতাংশ, এপেক্স ট্যানারির ৯ দশমিক ৯৩ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৯ দশমিক ৯৩ শতাংশ, অ্যাম্বি ফার্মার ৯ দশমিক ৮০ শতাংশ, আনলিমা আর্ন ডাইং-এর ৯ দশমিক ৭৭ শতাংশ দর বেড়েছে।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের সবচেয়ে বেশি দর কমেছে ন্যাশনাল ফিড মিলের শেয়ারের। এ সময়ে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। লুজারের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ডের ১২ দশমিক ১৭ শতাংশ, রিল্যায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ১১ দশমিক ৬৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯ দশমিক ২৩ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৯ দশমিক ১৯ শতাংশ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং-এর ৮ দশমিক ৯১ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৩৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ দশমিক ৮৭ শতাংশ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৫৮ শতাংশ এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং-এর ৭ দশমিক ৫৬ শতাংশ দর কমেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসইতে গত সপ্তাহে ১৯৩টি কোম্পানির দর কমেছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ