পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গত আট দিনে বিচারিক আদালতগুলো বিভিন্ন মামলায় ১৮ হাজার ৫৮৫ জনকে জামিন দিয়েছে। এ সময়ের মধ্যে মোট জামিন আবেদন জমা পড়েছে ২৮ হাজার ৩৪৯টি। শুনানি শেষে উপরোক্ত সংখ্যক আসামির জামিন মঞ্জুর হয়। গত ১০ মে সুপ্রিম কোর্টের নির্দেশনার ভিত্তিতে দেশের আদালতগুলোতে ‘ভার্চ্যুয়াল বেঞ্চ’ স্থাপিত হয়। নিজ নিজ অবস্থানে থেকে বিচারক, সরকারপক্ষীয় আইনজীবী এবং বিচারপ্রার্থীর আইনজীবীরা ভিডিও লিংকের মাধ্যমে ভার্চ্যুয়াল আদালতে শুনানি করেন।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১১ মে থেকে সুপ্রিম কোর্টের চেম্বার ও হাইকোর্ট বিভাগ এবং দেশের জেলা আদালতগুলোতে ভার্চ্যুয়াল বেঞ্চ স্থাপন করা হয়। ১২ মে থেকে ২০ মে পর্যন্ত আদালতগুলো কার্যক্রম পরিচালনা করে। এ সময় জামিন শুনানিসহ গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বেশকিছু মামলার শুনানি হয়।
২০৫ শিশুর জামিন : তিনি আরও জানান, ৮ দিনের কার্যদিবসে জামিন দেয়া হয়েছে দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দী থাকা ২০৫ জন শিশু। এর মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় জামিনপ্রাপ্ত ১৩৫ জন শিশুকে তাদের অভিভাবকের ঠিকানায় পৌঁছে দেয়া হয়েছে। বাকিদের ঈদের আগেই অভিভাবকের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।