Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ১২:০৫ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টবেল মোখলেসুর রহমান বৃহস্পতিবার সকালে মারা গেছেন। অন্যদিকে গতকাল দুপুরে কেেরানায় আক্রান্ত হয়ে মারা যান ঢাকা মহানগর পুলিশের নায়েক মো. আল মামুনুর রশীদ। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ পর্যন্ত সারাদেশে ১১জন পুলিশ সদস্যের মৃত্যু হলো। গত তিনদিনের ব্যবধানে সারাদেশে ৪৮৬ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে, এখন পর্যন্ত ৩ হাজার ২৩৫ জন পুলিশ সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, মোখলেসুর রহমান মানুষকে সুরক্ষা দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁর এই মৃত্যুতে পুলিশ একদিকে যেমন গর্বিত, অন্যদিকে তার অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। বাংলাদেশ পুলিশ তার পরিবারের পাশে থাকবে। এর আগে ডিএমপির উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) , কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আবদুল খালেক (৩৬), ট্রাফিক কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), ট্রাফিক কনস্টেবল জালালউদ্দিন খোকা (৪৭), পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই নাজির উদ্দীন (৫৫), পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায় ও চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত কনস্টেবল মো. নঈমুল হক করোনায় সংক্রমিত হয়ে মারা যান। নঈমুল হক ছাড়াও বাকি আটজন ডিএমপির সদস্য। বৃহস্পতিবারের তথ্যানুযায়ী, শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্তের সংখ্যা এক হাজার ২৭৭ জন। অথচ গত ১৯ মে ডিএমপিতে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৯৫। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ