Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ’র) গুলিতে আবুল কালাম আজাদ (৪৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে সীমান্তবর্তী আশাড়িয়াদহ ইউনিয়নের কানাপাড়া এলাকার বাসিন্দা। রাজশাহী মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ জানান, মাথায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসক জানিয়েছেন, গুলিতেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভারতীয় সীমান্ত থেকে আবুল কালাম আজাদের বাড়ি প্রায় আধাকিলোমিটার দূরে। তিনি সীমান্ত পেরিয়ে গরু আনা-নেয়া করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে অন্যদের সঙ্গে সীমান্তে গরু আনতে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হয়। পরে স্বজনরা গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ