পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলার বল্লা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই পোস্ট মাস্টারের নাম মজিবর রহমান। তিনি উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা পোস্ট অফিসের পোস্ট মাস্টার।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, পোস্ট মাস্টার মজিবর রহমান উপজেলা পোস্ট অফিস থেকে ৫০ লাখ টাকা তুলে মোটরসাইকেলে বল্লা পোস্ট অফিসে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন পোস্ট অফিসের রানার রফিকুল ইসলাম। তারা বেলা দুইটার দিকে বল্লা গোরস্তান পাড়া তাঁত বোর্ডের কাছে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে তাদের পথরোধ করেন।
কথার বলার একপর্যায়ে তারা পোস্ট মাস্টার মজিবর রহমানের পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পোস্ট মাস্টারকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মজিবর রহমানের গুলিবিদ্ধ পায়ের হাড় ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পোস্ট অফিস সূত্র জানায়, গ্রাহকদের সঞ্চয়পত্রের ৫০ লাখ টাকা কালিহাতী পোস্ট অফিস থেকে তুলে মজিবুর রহমান বল্লা পোস্ট অফিসে নিয়ে যাচ্ছিলেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ঘটনার পর পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।