Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রঙ মিস্ত্রিদের পাশে রেইনবো পেইন্টস

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ৭:২৮ পিএম

আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্রান্ড রেইনবো পেইন্টস এর পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে প্রায় ২৫শ’ রঙ মিস্ত্রির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, মুড়ি, ভোজ্য তেল, ছোলা, সেমাই ও চিনি।


গত ৬ মে থেকে ১২ মে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেইনবো পেইন্টস এর নিজ¯ব শোরুম এবং ডিলারদের মাধ্যমে রঙ মিস্ত্রিদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, রেইনবো পেইন্টস এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, হেড অব রিটেইল সেলস শাহজাহান সানী ও ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দসহ রেইনবো পেইন্টস এর উধ্বর্তন কর্মকর্তারা এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।


কামরুল হাসান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়া রঙ মিস্ত্রিদের পাশে দাড়াতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেইনবো পেইন্টস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ