পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চলমান করোনা পরিস্থিতিতে কৃষিপণ্য পরিবহন করে সাড়ে প্রায় ৪ লাখ টাকা রাজস্ব আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, কৃষিপণ্য পরিবহনের জন্য গত ১ মে থেকে পার্সেল স্পেশাল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এ পর্যন্ত পার্সেল স্পেশাল ট্রেনে রেলওয়ে প্রায় ৫ লাখ কেজি সবজি ও কৃষিপণ্য পরিবহনের মাধ্যমে প্রায় সাড়ে চার লাখ টাকা রাজস্ব আয় করেছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় কৃষিপণ্যবাহী পার্সেল ট্রেন চলাচল করছে। জনসাধারণ তথা কৃষকের পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই পার্সেল ট্রেন। বর্তমানে তিনটি রুটে পার্সেল ট্রেন চলাচল করছে। রুট তিনটি হলো, চট্টগ্রাম-সরিষাবাড়ী-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব বাজার-ঢাকা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়)-ঢাকা।
উল্লেখ, করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।