পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে আগামী ১ আষাঢ় বা ১৫ জুন পর্যন্ত করেছে ভূমি মন্ত্রণালয়।
গতকাল বুধবার ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়। মন্ত্রণালয় বলেছে, প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বাংলা বছরের ৩০ চৈত্রের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। করোনাভাইরাসের প্রভাবে দেশের চলমান পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে গত ৯ এপ্রিল অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা এক মাস বাড়িয়ে গত ১৩ মে পর্যন্ত করে নির্দেশনা জারি করা হয়েছিল।
গতকাল বুধবার ছিল বর্ধিত সময়সীমার শেষ দিন। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৬ মে পর্যন্ত ঘোষিত সাধারণ ছুটি থাকায় এই সময়েও কর আদায় করা সম্ভবপর হবে না মর্মে প্রতীয়মান হচ্ছে।
এছাড়া পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিও আসন্ন। এ অবস্থায় সাধারণ ও সংস্থা নির্বিশেষে সব শ্রেণির ভূমি উন্নয়ন কর আদায়/পরিশোধের সুবিধার্থে আগামী ১ আষাঢ় বা ১৫ জুন পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের সময়সীমা পুনরায় বাড়িয়েছে ভূমি মন্ত্রণালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।