Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আক্রান্ত চারশ’ ছাড়াল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৮৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আর তাতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৭ জনে। গতকাল বুধবার আরও একজনসহ ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন আরও ছয় জন। 

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ইনকিলাবকে বলেন, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই রোগী বাড়ছে। মানুষ ঘর থেকে বের হয়ে আসায় এমন হচ্ছে। তিনি বলেন, এখন প্রতিদিন চারটি ল্যাবে সোয়া চারশ জনের নমুনা পরীক্ষা হচ্ছে। আগে যারা আক্রান্ত হয়েছেন তাদের আশপাশে যারা আছেন তাদেরও নমুনা টেস্ট হচ্ছে। এতে শনাক্তের হার বাড়ছে।

আক্রান্তদের অনেকে বাসা বাড়িতে চিকিৎসাধীন। তারা আইসোলেশনের থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় আছেন বলেন জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন চিকিৎসাধীন আশরাফ আলী নামে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। তিনি নগরীর কাতালগঞ্জ এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে এবং বিকেলে আরও দুই মহিলার মৃত্যু হয়। এনিয়ে করোনায় মারা গেছেন ২৩ জন।

বর্তমানে হাসপাতালে ৫৪ জন করোনা রোগী আছেন। তাদের মধ্যে আইসিইউতে থাকা দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরও ১২ জন।
গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ছয় জন। এনিয়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৮৬ জন। অপরদিকে চট্টগ্রামে নতুন যোগ দেওয়া ৭৩ জন চিকিৎসক শনিবার থেকে হাসপাতালে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, ৭৩ জন যোগ দিয়েছেন তাদের কিছু প্রশিক্ষণ দিয়ে হাসপাতালে দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আক্রান্ত-চারশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ