Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এক মিনিটের বাজার’

চট্টগ্রামে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

টেবিলে টেবিলে সাজানো তাজা শাক-সবজির প্যাকেট। সামাজিক দূরত্ব বজায় রেখে একজন করে আসছেন। পছন্দের প্যাকেটটি নিয়ে যাচ্ছেন মাত্র এক মিনিটে, তাও ফ্রিতে। করোনাকালে অসহায় মানুষের জন্য ব্যতিক্রমী এই ‘এক মিনিটের বাজার’ চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বসে প্রথম দিনের বাজার। প্রথম দিনে এক হাজার মানুষ সেখান থেকে পণ্য নিয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে খুশি হতদরিদ্র মানুষ। আগেই ওই এলাকার আশপাশের অসহায় এক হাজার পরিবারের তালিকা করা হয়। তাদের দেওয়া হয় টোকেন। এই টোকেন দেখিয়ে তারা বিনামূল্যে তাদের পছন্দের সবজি বাসায় নিয়ে যান।

সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনসট্রাকশন ব্রিগেডের উদ্যোগে পরিচালিত এ বাজারের জন্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্য সবজি কেনা হচ্ছে। সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী সাংবাদিকদের বলেন, এ ফ্রি সবজি বাজার চট্টগ্রামের প্রতিটি এলাকায় যাবে। আগামী একমাস এলাকাভিত্তিক প্রতিদিন এক হাজার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি সবজি দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক-মিনিট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ