Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইজিপির ঈদ উপহার মৃত্যুবরণকারী পুলিশ পরিবারকে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৯:৫২ পিএম

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে থেকে নানা ধরনের সহায়তা করে যাচ্ছে পুলিশ। এসব পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে আইজিপি ড. বেনজীর আহমেদের পক্ষ থেকে। গতকাল বুধবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য এবং ঈদের পোশাক। পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা জানান, চলমান করোনা যুদ্ধে মৃত্যুবরণকারী সাত পুলিশ সদস্য এবং ২০১৯ সালে দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণকারী ১৯১ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি বছরের ১ মার্চ আনুষ্ঠানিকভাবে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ