পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে ঢাকায় পুরোদমে চলছে ভার্চ্যুয়াল আদালত। গতকাল ছিলো ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভার্চ্যুয়াল আদালতের প্রথম কার্যদিবস। প্রথম দিনেই চারটি ভার্চ্যুয়াল আদালতে অর্ধ শতাধিক আবেদনের শুনানি হয়েছে। জামিনও পেয়েছেন বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া ৩৪ আসামি। এর মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্রেট- ৪ নম্বর আদালতের বিচারক রাজেশ চৌধুরী আদালতে ৭টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫টি আবেদন মঞ্জুর করেন। এ আদালতের পেশকার খন্দকার মোজাম্মেল হোসেন জানান, প্রথম দিনের ৩৪ জনকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্রেট আদালত ও ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে ৫ জনসহ ৩৯ জনের জামিন মঞ্জুর করা হয়েছে। জামিন মঞ্জুর করা মামলাগুলো মাদক ও দÐবিধিতে দায়েরকৃত। তবে ভার্চ্যুয়াল আদালত চালু হলেও অধিকাংশ আইনজীবীই এ সুবিধার আওতার বাইরে রয়েছেন। তাদের মতে, কোনো ধরণের প্রশিক্ষণ ছাড়া ভার্চ্যুয়াল আদালত এ মুহূর্তে বাস্তবসম্মত নয়। ঢাকা বারের অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের মতে, ভার্চ্যুয়াল আদালত সর্ম্পকে অনেকে অভিজ্ঞ নয়। এই কারণে অনেক আইনজীবী জামিনের আবেদন কীভাবে করবে তা জানেন না। আইনজীবীদের আবেদন করতে হলে আদালতে যেতেই হচ্চে। কারণ সেখান থেকে ওকালতনামা, কোর্ট ফি, ফাইল, মামলার কাগজ, জামিননামা ক্রয় করতে হয়। আর এতে করোনার ঝুঁকিতে পড়তেই হচ্ছে বিচারাঙ্গন সংশ্লিষ্টদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।