Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতির কারণে শঙ্কিত কাজিপুর চরের মানুষ

চরে বিশেষজ্ঞ দল

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মহসিন রাজু, বগুড়া অফিস : পাহাড়ি ঢলে নদীপথে ভারত থেকে ভেসে আসা বন্যহাতিটির কারণে আতঙ্কে দিন কাটছে এখন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষের। পর্যাপ্ত খাবার এবং অনুকূল পরিবেশ না পেয়ে হাতিটিও ক্ষুব্ধ হয়ে উঠছে বলে স্থানীয়রা। এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিকের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানান উপজেলা বন কর্মকর্তা নুরুল ইসলাম। কাজিপুর থানার অফিসার ইন চার্জ সমিত কুমার কুন্ডু জানান, কয়েকদিন আগে হাতিটি বগুড়ার সারিয়াকান্দি চরে আসে। পরে গত  মঙ্গলবার সকালে বন্যহাতিটি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিন্না এলাকার দুর্গম চরাঞ্চলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে গত তিনদিন যাবৎ পুলিশ, ফায়ার সার্ভিস ও বনবিভাগের কর্মকর্তারা কাজ করছে। ঘটনাস্থলে কর্তব্যরত এসআই সাইদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ-বগুড়ার সীমান্তবর্তী একটি ছোট খাল সাঁতরে বন্যহাতিটি ভোরে কাজিপুরের চরাঞ্চলের একটি পাটক্ষেতে অবস্থান নেয়। ওই চরের চারিদিকে যমুনা নদী। হাতিটি ঘুরতে ঘুরতে  বৃহস্পতিবার সকালে স্থানীয় এক গ্রামের কাছাকাছি চলে এসেছে। আমরা শুধু দুর থেকে হাতিটি দেখছি। কোন কিছু করার ব্যবস্থাও নেই। হাতিটি যাতে লোকালয়ে ঢুকে লোকজন ও বাড়িঘরের কোন ক্ষতি করতে না পারে আমরা মূলত সেই দিকটা গুরুত্ব দিচ্ছি। ফায়ার সার্ভিস ও বন কর্মকর্তারাও আমাদের সাথে রয়েছে। হাতিটি উদ্ধারে তারাও কোন উদ্যোগ নিতে পারছে না। কাজিপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সোহেল আলম খান জানান, এমন পরিস্থিতিতে করণীয় বিষয়ে পূর্বের কোন অভিজ্ঞতা নেই। তবে লোকজনের নিরাপত্তার বিষয়টি দেখভাল করা হচ্ছে। মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর জানান, হাতিটিকে ঘিরে উৎসুক জনতার ঢল নেমেছে। তিনি জানান, দূর-দূরান্ত থেকে মানুষজন নৌকায় করে এই চরে এসে হাতি দেখছে। এতে করে যেকোনো সময় হাতিটি মানুষকে আক্রমণ করতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাতির কারণে শঙ্কিত কাজিপুর চরের মানুষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ