পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৪৬ লাখ টাকা। শুল্ক গোয়েন্দারা দেশব্যাপী সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ‘আইরিন’ পরিচালনাকালে যাত্রী ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. নুর উদ্দিন গতকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাই এফএজ ০৫৮৯ ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন। কোনো ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে নুর উদ্দিন ৬ বার যাতায়াত করেছেন। স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে তিনি জড়িত রয়েছেন বলে ধারণা করছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।