Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

মোবাইল কোর্টের অভিযান চট্টগ্রামে ৩০ কেজি পচা ডালডা ড্রেনে ফেলে ধ্বংস

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকার একটি বেকারি থেকে জব্দ করা ৩০ কেজি পচা পোকামাকড়যুক্ত ডালডা ড্রেনে ফেলে ধ্বংস করেছে মোবাইল কোর্ট। এ সময় জব্দ করা পচা মসলা, পোড়া তেল এবং ক্ষতিকর রঙ ধ্বংস করা হয়। গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন এ অভিযানে নেতৃত্বে দেন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, পশ্চিম মাদারবাড়ীতে অভিযানে চালিয়ে ‘মেনিবা ওয়াটার’ নামের এক পানি বাজারজাতকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। একই এলাকার দিদার বেকারি থেকে ৩০ কেজি পচা ও পোকা ধরা ডালডা এবং বেকারি পণ্য উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর রং জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে বেকারির মালিক আগে থেকেই সটকে পড়ায় কোনো দÐ দেয়া সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোবাইল কোর্টের অভিযান চট্টগ্রামে ৩০ কেজি পচা ডালডা ড্রেনে ফেলে ধ্বংস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ