Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মাদ্রাসায় জঙ্গি তৈরী হয় না -আইজিপি

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ.কে.এম শহীদুল হক বি.পি.এম, পি.পি.এম বলেছেন, বাংলাদেশের মাদ্রাসা ও কওমী মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরী হয়না। সাম্প্রতিক গুলশানে জঙ্গি হামলার ঘটনায় ইংলিশ মিডিয়ামে এবং নামীদামী বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ছাত্ররা জড়িত বলে গতকাল মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ফেনী শান্তির জনপদ। ফেনীতে জঙ্গিদের কোন ঠাঁই নেই বলে মন্তব্য করেন তিনি। আইজিপি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ও ওলামা ও মাদ্রাসার ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। তিনি ইমামদের জু’মার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য আহ্বান জানান। আই.জি.পি বলেন, বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সংঘাত তুলনামূলক কম। এদেশে জঙ্গি তৈরীর কোন সুযোগ নেই। যে সকল শিক্ষার্থী এবং চাকুরীজীবী দেশ ছেড়ে আই.এস এ যোগ দিয়েছে বলে শুনা যাচ্ছে তিনি তাদেরকে ফিরে আসার আহবান জানান। শহিদুল হক বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদের ইমামদের জন্য খুৎবা নয় একটি অনুরোধ পাঠিয়েছেন। সে অনুরোধটি তিনি সকল ইমামকে পড়ার জন্য উদাত্ত আহবান জানান। ফেনী জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপার রেজাউল হক পিপিএম-এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডি.আই.জি সফিকুল ইসলাম। সদর আসনের এম.পি নিজাম উদ্দিন হাজারী। উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবময় দেওয়ান। ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটির ভিসি ড. ফসিউল আলম। ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান। জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুর রব, লালপোল সুলতানিয়ার উপাধ্যক্ষ মুফতি রহিম উল্যাহ কাছেমী। ফেনী জহিরিয়া মসজিদের খতিব মাওলানা আবুল কাসেম প্রমুখ।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদ্রাসায় জঙ্গি তৈরী হয় না -আইজিপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ