পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার ; অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের এক দুর্নীতির মামলায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আদালত বলেছে, আবেদন পরিচালনা করবে না বলে জানানোয় রুল খারিজ করা হল। স্থগিতাদেশ প্রত্যাহার করা হল। একই সঙ্গে আবেদনকারীকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। সেখানে আবেদনকারী জামিন আবেদন করলে তা বিচারিক আদালত বিবেচনা করতে পারে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে আদালতে শুনানি করেন আব্দুল মতিন খসরু। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান বলেন, স্থগিতাদেশ উঠে যাওয়ায় এখন আর তদন্ত বা মামলার কার্যক্রম চালাতে কোনো আইনি বাধা থাকল না। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারেও একই দপ্তরের দায়িত্বে ছিলেন। ২০০৭ সালের ২৫ নভেম্বর রমনা থানায় তিন কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় মামলাটি করে দুদক। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা মোশাররফ পরের বছর ২৭ অগাস্ট মামলা বাতিলের আবেদন নিয়ে হাইকোর্টে গেলে আদালত রুল জারি করে তাকে জামিন দেয়ার পাশাপাশি নিন্ম আদালতে এ মামলার কার্যক্রমে স্থতিগাদেশ দেয়। গতকাল হাইকোর্ট ওই রুল খারিজ করে এ আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।