পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, আরডিএ মার্কেট ও গণকপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মহানগরীর সাহেব বাজারে অবস্থিত ‘নবরূপ মিষ্টান্ন ভা-ারে’ অভিযান চালিয়ে ফ্রিজের ভেতরে থাকা পচা দই জব্দ করা হয়। এ জন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আরডিএ মার্কেটের একটি কসমেটিকস দোকান থেকে বিএসটিআই’র অনুমোদনহীন বেশকিছু পণ্য জব্দ করা হয়। এসব পণ্য বিক্রির অপরাধে দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গণকপাড়া এলাকায় থাকা স্বনামধন্য ‘রাজশাহী মিষ্টান্ন ভা-ার’ থেকেও বেশকিছু পচা মিষ্টি জব্দ করা হয়। এই প্রতিষ্ঠানটিকেও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই এলাকার একটি মুদি দোকানে মূল্য তালিকা টাঙানো না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।