Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ১২২ কোটি টাকা

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন শুরুতে উত্থান থাকলেও ২০ মিনিট পর ধীরে ধীরে পড়তে থাকে সূচক। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সূচক কিছুটা কমলেও কোম্পানির শেয়ারদর বাড়া-কমার হার ছিল প্রায় একই। আর এ সময়ে টাকার অংকে লেনদেনে রয়েছে আগের দিনের তুলনায় স্বাভাবিক গতি। আলোচিত সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১২২ কোটি টাকা।
বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৬৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৮৯ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দও বেড়েছে ১০০টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর। এ সময়ে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১২২ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা। এর আগে সোমবার এ সময়ে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৫৭৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭৯১ পয়েন্টে। আর এ সময়ে টাকার অংকে লেনদেন হয়েছিল ১২১ কোটি ৫২ লাখ ৭৯ হাজার টাকা। এদিকে, বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৫৩৫ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৬১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। যা টাকার অংকে  লেনদেন হয়েছে ৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ১২২ কোটি টাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ