পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস মহামারিতে লকডাউনের ফলে দীর্ঘদিন থেকে কর্মহীন হকারদের রেশনকার্ড ও ঈদের আগে নগদ আর্থিক সহায়তা দেয়ার দাবি করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে হকার্স ইউনিয়ন নেতারা এ দাবি জানান।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীনের পরিচালনায় বিক্ষোভে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াৎ, যুগ্ম-সাধারণ সম্পাদক হযরত আলী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শহীদ খান, শহীদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতারা বলেন, ১০ লাখ মানুষ হকারি পেশায় আত্মনিয়োজিত হয়ে দেশের বিপণন বাণিজ্যে অসামান্য অর্থনৈতিক অবদান রেখে চলেছেন। কিন্তু হকারদের এ অবদান কখনই স্বীকৃতি পায়নি। আর্থিক প্রণোদনা পাওয়া দূরের কথা, হকাররা দুর্যোগ, দুর্দিনে কখনো রাষ্ট্রীয় সহায়তাও পায় না। চলমান মহামারি পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে হকাররা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় খাবার যোগাতে গিয়ে তারা নিজেদের অতি সামান্য পুঁজি নিঃশেষ করে ফেলেছেন। অবস্থাদৃষ্টে মনে হয় করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এবং কর্মহীন অবস্থা প্রলম্বিত হবে। নিজ চেষ্টায় বেঁচে থেকে জিডিপিতে অবদান রাখা হকাররা আজ সর্বশান্ত হতে চলেছে। চলমান মহামারি পরিস্থিতিতে দিন এনে দিন খাওয়া মানুষের সীমাহীন অভাব-অনটন সত্তে¡ও তাদের জন্য কোনো উপযুক্ত সরকারি উদ্যোগ নেই। নিম্ন আয়ের মানুষের জীবন বাঁচাতে অবিলম্বে হকারসহ অতিক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীর জন্য আর্থিক বরাদ্দ ও সাপ্তাহিক রেশন চালু করতে হবে। ###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।