পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজারবাগ পুলিশ লাইন্সে অত্যাধুনিক মাল্টিপারপাস শেড নির্মাণ ব্যয় বাবদ ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ৬৫ লক্ষ টাকা প্রদান করল ডাচ্-বাংলা ব্যাংক। গত সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জনাব মোঃ আসাদুজ্জামান মিয়া, বিপিএম, পিপিএম ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে.এস. তাবরেজ- এর নিকট থেকে ৬৫ লক্ষ টাকার একটি পে-অর্ডার গ্রহণ করেন।
পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া তার বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন সামাজিক কর্মকাÐের ভূয়সী প্রশংসা করেন এবং অতীতে ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে ডিএমপিকে প্রদত্ত সহযোগিতার কথাও উল্লেখ করেন। ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ডিএমপি সদস্যদের বেতন প্রদানের জন্য তিনি ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যান্যের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. সাইদুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।