পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির কো-চেয়ারম্যন হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য এরশাদের ছোট ভাই সাবেক মন্ত্রী জি এম কাদেরকে মনোনীত করা হয়েছে। গতকাল (রোববার) সন্ধ্যায় পার্টির সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় দলের চেয়ারম্যান এইচএম এরশাদ কো-চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের নাম ঘোষণা করেন। এসময় এরশাদ বলেন, জাতীয় পার্টি সত্যিকারের বিরোধীদল হিসেবে কাজ করতে চায়। দলকে শক্তিশালী করতে ও বাঁচিয়ে রাখতে আজ থেকেই দলের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জি এম কাদের। এছাড়াও তার অবর্তমানে জিএম কাদের দলের চেয়ারম্যান হবেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনিসহ জাপার তিন মন্ত্রীর পদত্যাগ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলেও জানান এরশাদ। সভায় এরশাদের ছোট ভাই জি এম কাদের, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফসহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।