Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপি হাবিবুর রহমান মোল্লার ইন্তেকাল

প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

ঢাকা-৫ আসনের (ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী আংশিক) সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গতকাল সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নি:শেষ ত্যাগ করেন। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে হাসপাতালের আইসিইউ-২ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে লাইফ সাপোর্টে রাখা হয়। বাদ আছর মাতুয়াইল ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মাতুয়াইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে হাবিবুর রহমান মোল্লা স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী-গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই সংসদ সদস্যের মৃত্যুতে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
এ ছাড়াও জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাসহ অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শোক ও দুঃখ প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি-মোল্লা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ