Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাওরে ৯০ শতাংশ ধানকাটা শেষ: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ২:১১ পিএম

দেশের হাওরাঞ্চলের ৯০ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউনের মধ্যেই এ ধানকাটা হয়ে গেছে।

মঙ্গলবার সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি হাওরের ধানাকাটা পরিস্থিতির সবশেষ চিত্র তুলে ধরেন। কৃষিমন্ত্রী বলেন, হাওরাঞ্চলে এবার ৪ লাখ ৫৪ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৯০৬ হেক্টর জমির ধানকাটা শেষ হয়েছে। হাওরে আবাদ হওয়া ধানের ৯০ দশমিক ০২ শতাংশ কাটা শেষ হয়েছে।

এ ছাড়া সারা দেশে আবাদ হওয়া বোরো ধানের ২৫ শতাংশ কাটা হয়েছে জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, জুন মাসের মাঝামাঝি দেশের সমতল ভূমির ধানকাটাও শেষ হবে বলে তারা আশা করেন।

করোনা পরিস্থিতির মাঝেও হাওরাঞ্চলের ধানকাটার কাজে সাড়ে ৩ লাখ কৃষক নিয়োজিত আছেন বলেও জানান কৃষিমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ