Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমিশনভোগীদের তালিকা প্রকাশ করুন

নাইকো নিয়ে জাতীয় কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০২ এএম

২০০৫ সালে টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাসফিল্ডের মামলায় আন্তর্জাতিক আদালতে হেরে গেছে কানাডিয়ান কোম্পানী নাইকো। ক্ষতিপুরণ হিসেবে বিপুল পরিমান অর্থ বাংলাদেশের পাওয়ার কথা। এ অবস্থায় নাইকোর কাছে ক্ষতিপূরণ হিসেবে অনেক কম টাকা দাবি করা এবং মামলা পরিচালনাতেও ইচ্ছাকৃত গাফিলতি করার অভিযোগ তুলেছে তেল-গ্যাস-খণিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সংগঠনের আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ নাইকো দুর্নীতির সঙ্গে জজিতদের স্বেতপত্র প্রকাশ করার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে তারা এমন মন্তব্য করেন।

জাতীয় কমিটির বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, নাইকোর কমিশনভোগী ব্যক্তিরাই মামলা বিলম্বিত করেছে এবং কম অর্থ দাবি করেছে। এতে ক্ষতিপূরণের অর্থ আমাদের প্রাপ্য থেকে অনেক কম হয়েছে। এ মামলার প্রক্রিয়ায় নাইকো দুর্নীতির সাথে জড়িত হিসেবে বিভিন্ন আমলে জ্বালানি সচিব, বর্তমান জ্বালানি উপদেষ্টাসহ অনেকের নাম এসেছে।

এখন প্রয়োজন, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা। শেভরনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাও প্রকাশ করা দরকার। তারা আরো বলেন, ২০১০ সালে দায়মুক্তি আইনের আড়ালে যেসব দুর্নীতিমূলক জাতীয় স্বার্থবিরোধী চুক্তি অব্যাহত রাখা হয়েছে, তার জন্য দায়ী ব্যক্তিদেরও বিচার দেশের মাটিতে হতে হবে। জাতীয় স্বার্থবিরোধী চুক্তির ওপর আমরা একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানাই। সরকার এ বিষয়ে গাফিলতি করলে নাগরিকদের পক্ষ থেকেই এ শ্বেতপত্র (তালিকা) প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিশনভোগী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ